শিলিগুড়ি, ১ মার্চঃ শিলিগুড়ি শহরজুড়ে দখল হয়ে গিয়েছে ফুটপাত, রাস্তা। কোথাও ফুটপাত দখল করে ব্যবসা। আবার কোথাও রাস্তা দখল করে চলছে হোটেল।এমন অবস্থায় শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চিন্তায় পড়েছে পুরনিগম। সেবক রোডেও রাস্তা দখল করে দোকান, হোটেল চলছে। অথচ বহুবার অভিযান চালিয়ে ফুটপাত, রাস্তা দখলমুক্ত করা হলেও ফের দখল হয়ে গিয়েছে।
সেবক রোডে হাইড্রেন দখল করে তার উপরেই দোকান, হোটেল বসানো হয়েছে।বুধবার সেবক রোড পরিদর্শন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সেখানে রাস্তা, ফুটপাত দখল করে থাকা দোকান, হোটেলগুলি সরানোর কথা বলেছেন তিনি।দেখা যায় রাস্তার উপরেই উনুন জ্বালিয়ে রান্না চলছে। আবার গ্যারেজগুলির সমস্ত জিনিস রাস্তার উপর রেখে দেওয়া হয়েছে। যা নিয়ে অসন্তোষপ্রকাশ করেন ডেপুটি মেয়র।
এদিন তিনি জানান, সেবক রোডে একটি টয়লেট বানানো হচ্ছে। এছাড়াও শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হচ্ছে। না হলে অনেক কাজ করা যাচ্ছেনা।
অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবিপাড়ায় একটি অবৈধ বাড়ির একাংশ ও তার পাশে থাকা একটি দোকান ভেঙে দেওয়া হয়।এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত জানান, যারা ফুটপাথ ও ড্রেনের ওপরে জায়গা দখল করে বাড়ি বা দোকান চালাবে তাদের বিরুদ্ধে লাগাতার পুরনিগমের তরফে অভিযান চালানো হবে।