শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শুরু হয়েছে সেবক-রংপো রেলওয়ে প্রজেক্টের কাজ।আর এই প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছিলেন কালিম্পং ব্লক ১ এবং ব্লক ২ এর গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে গাছ কাটা ও মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে এলাকায়।স্থানীয়রা সহ বিভিন্ন সংগঠনের অভিযোগ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং জিটিএ মিলিতভাবেই এই কাজে মদত যোগাচ্ছে।বন অধিকার আইন মেনে কাজ হচ্ছে না এমনটাও অভিযোগ রয়েছে।
কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে চলতি মাসের ১৮ তারিখে তারা একটি পিটিশন জমা দিয়েছেন।জানা গেছে, এই মূহুর্তে রেলপথের কাজ শুরু হলে প্রায় ২৪টি গ্রামের মানুষ অসুবিধায় পড়বে।জায়গা ছেড়ে দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যেটা তারা মেনে নেবেন না।
বন অধিকার আইন মেনে এবং গ্রামসভার সম্মতি নিয়ে যদি কাজ করা হয় তবে তাদের কোনো অসুবিধা নেই।তবে সঠিক আইন না মেনে কাজ করলে তারা তা মেনে নেবে না।কলকাতা সার্কিট বেঞ্চে তারা যে পিটিশন জমা দিয়েছেন তার শুনানি রয়েছে ২ মার্চ।এই শুনানিতে কোনো একটা ফয়সালা হবে বলে মনে করছেন তারা।