শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ শিলিগুড়ির এসএফ রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো জলপাইমোড় ট্রাফিক পুলিশ।
অভিযোগ, এসএফ রোডে বেশকিছু ব্যবসায়ী সরকারি পার্কিং জোনে “নো পার্কিং” সাইনবোর্ড বসিয়েছে।এরফলে ব্যহত হচ্ছে পার্কিং ব্যবস্থা।এদিনের অভিযানে ট্রাফিক পুলিশ সেই দোকানগুলিকে একদিনের সময়সীমা দিয়েছে সাইনবোর্ডের বৈধতা প্রমাণের জন্য।
এদিন ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়।আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।
