শিলিগুড়ি,২১ নভেম্বরঃ চাল বোঝাই দুটি পিকআপ ভ্যান আটক করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা হল হজরত মুরতাজা এবং মহম্মদ আলম।একজন রাবভিটা এবং অপরজন লিউসিপাকড়ির বাসিন্দা।
বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার লিচুবাগান সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। গাড়ি দুটিতে চাল নিয়ে যাওয়া হচ্ছিল।কিন্তু কোনও বৈধ কাগজ ছিল না।এরপরই আটক করা হয় গাড়িদুটিকে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার চাল রেশনের চাল। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। চাল কোথা থেকে নিয়ে আসা হয়েছিল সে বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।