শিলিগুড়ি, ২২ জুনঃ নেট ও নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সংস্থা NTA দুর্নীতি করেছে।বিজেপি ও RSS এর মদতে এই দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হল এসএফআই।
শনিবার শিলিগুড়ির বিবেকানন্দ মিনি মার্কেটের সামনে জমায়েত করে হাসমি চকে আসেন এসএফআই কর্মীরা।সেখানে বিক্ষোভ দেখান তারা।পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
এই বিষয়ে এসএফআই এর তরফে অঙ্কিত দে বলেন, নেট ও নিট পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে।যেসমস্ত পরীক্ষা ছাত্র ছাত্রীদের জীবন তৈরি করে সেই পরীক্ষা নিয়ে দুর্নীতি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদে গোটা দেশ জুড়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে।অবিলম্বে কেন্দ্রের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবী জানাচ্ছি।সঠিক তদন্ত না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব বলে জানান তিনি।