শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকট্রিক বিল বৃদ্ধি, বেকারত্ব ইত্যাদির বিরোধিতায় এসএফআই ও ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে রবিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিন পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ড থেকে মিছিলটি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর শঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। মিছিলের মধ্য দিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইনের বিরুদ্ধে সরব হন তারা।