নকশালবাড়ি, ২৯ আগস্টঃ বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর সম্মেলন আয়োজিত হল নকশালবাড়িতে।
এদিন নকশালবাড়ি ভবনে এসএফআই এর নকশালবাড়ি আঞ্চলিক কমিটির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক শঙ্কর মজুমদার, সাগর শর্মা, মহম্মদ জাকির হোসেন, অভিরূপ দে সহ অন্যান্যরা।
এদিনের সম্মেলনে ১৭ জনের কমিটি গঠন করে কাজ করার বার্তা দেন সাগর শর্মা।পাশাপাশি অবিলম্বে স্কুল কলেজ খোলা, সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে ক্লাসরুম চালু, নকশালবাড়ি কলেজে স্বতন্ত্র সায়েন্স বিভাগ, ভূগোল ল্যাব খোলা নিয়ে আলোচনা করা হয়।