পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড ও কলম দিল SFI

কার্শিয়াং,১৬ ফেব্রুয়ারিঃ SFI এর তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম বিতরণ করা হল।আজ কার্শিয়াং মহকুমার অন্তর্গত রোহিনী, গৌরিগাও, মর্চেবুং, আলেটপ ও রত্না ডাং এর ২০ জনের বেশি মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড ও কলম দেওয়া হয়।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন SFI জেলা সভাপতি সাগর শর্মা, DYFI সভাপতি শচীন খাত্রী, SFI সদস্য অবিনাশ থাপা, রোহন রাই সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *