রানিগনর স্থিত ইন্ডেন বোটলিং প্লান্টের তরফে টিকাকরণ শিবিরের আয়োজন

শিলিগুড়ি,১৯ আগস্টঃ রানিগনর স্থিত ইন্ডেন বোটলিং প্লান্টের তরফে আয়োজিত শিবিরে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হল।৩৫২ জন মানুষকে এদিন টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়।


জানা গিয়েছে, রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ইন্ডিয়ান অয়েলের রাজ্য কার্যালয়ের চিফ জেনারেল ম্যানেজার(এলপিজি)অভিজিৎ দে’র তৎপরতায় এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *