ফাঁসিদেওয়া,২৫ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার বিধাননগর থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইস্পাতের বান্ডিল বোঝাই লরি।অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও সহকারি চালক।
কলকাতা থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কে বেশ কিছুদিন ধরে মেরামতের কাজ চলছে।এই অবস্থায় ব্যারিকেড বুঝতে না পেরে ৩১ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি।ঘটনায় গাড়ির ভেতরে থাকা ইস্পাতের বান্ডিল বেরিয়ে এসে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। লরির ভেতর আটকে থাকা গাড়ির চালক ও সহকারী চালককে জখম অবস্থায় উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।