শিলিগুড়ি, ১১ মেঃ বিভিন্ন রাজ্যে চুরি করে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেত।বেশ কয়েকটি রাজ্যের পুলিশ খোঁজ চালাচ্ছিল এই চোরের।অবশেষে পুলিশের জালে ধরা পড়লো সেই চোর।শিলিগুড়ির ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করলো সিকিম পুলিশ।ধৃতের নাম অজয় কুড়াপতি।
জানা গিয়েছে, গত ৯ মে গ্যাংটকের একটি হোটেলে এক ব্যক্তির পার্স, আইকার্ড এবং এটিএম কার্ড চুরি করে পালায় অভিযুক্ত।মামলা দায়ের হতেই সিকিম পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।এরপরই সিকিম পুলিশ ভক্তিনগর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে।এরপর ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশনের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে ১০ পিস সোনার প্লেট, দুটি মোবাইল ফোন, বেশকিছু আইডি ও এটিএম কার্ড উদ্ধার হয়।
ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অজয় কুড়াপতি বিভিন্ন রাজ্যে গিয়ে নামি দামী হোটেলে কয়েকদিন থাকত। এরপর হোটেলে থাকা গ্রাহকদের সঙ্গে পরিচয় করে সুযোগ পেয়েই তাদের বিভিন্ন জিনিস চুরি করে পালাতো।এদিন সিকিম পুলিশ ভক্তিনগর থানায় পৌঁছালে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয়।