শিলিগুড়ি,২৫ অক্টোবরঃ বৃহস্পতিবার শিলিগুড়িতে আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল। গত বছরের মতো এ বছরও বড় আকারে কার্নিভাল হচ্ছে শহরে। যেখানে শহরের ১০টি ক্লাব অংশ নেবে বলেই জানা গিয়েছে।
কার্নিভালের আগে বুধবার মহাত্মা গান্ধী মোড়, লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। সেখানে ঘুরে দেখেন কার্নিভালের প্রস্তুতি। গত বছর কার্নিভালের দিন বৃষ্টি হওয়ায় কিছুটা নিরাশ হতে হয়েছিল শহরবাসী। তবুও কয়েক হাজার মানুষ হিলকার্ট রোডে ভিড় করেছিলেন কার্নিভাল দেখার জন্য।
এ বছর ১০ টি ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। হাশমি চক থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। এরপর মহাত্মা গান্ধী মোড়ে প্রতিটি ক্লাবের তরফে ১০ মিনিটের অনুষ্ঠান হবে। সেখান থেকে প্রতিমা ঘাটে নিরঞ্জনের জন্য চলে যাবে। বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কার্নিভাল শুরু হবে। হিলকার্ট রোড, মহাত্মা গান্ধী মোড়ে কার্নিভাল দেখতে পারবেন শহরবাসী।