শিলিগুড়ি, ১৬ আগস্টঃ করোনার এই কঠিন সময়ে সকলের প্রয়োজন পুষ্টিকর ও প্রোটিনযুক্ত খাবারের। কিন্তু গ্রাম, চা বাগানের মানুষেরা পাচ্ছেন কী সেই খাবার? হয়তো না। বহু জায়গায় পুষ্টির অভাবে ভুগছেন অনেকেই। সেকারণে লকডাউনের পরবর্তী সময়েও এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই শক্তি।
মহিলাদের দ্বারা পরিচালিত এই সংস্থা। সেখানকার সদস্যারাই চিন্তা করেছেন কঠিন এই সময়ে প্রতিমাসে বিভিন্ন জায়গায় শক্তি আহার(ফুড ফর অল) এই ক্যাম্পেনের মাধ্যমে দিনমজুর, চা শ্রমিক, শিশুদের কাছে পৌঁছে দেবেন পুষ্টিকর খাবার, দুধ। সংস্থার সদস্যারা সরাসরি গ্রামগুলিতে উপস্থিত না থাকলেও অন্যান্যদের সহযোগীতায় পুষ্টিকর খাবার পৌঁছানো শুরু করেছেন গ্রামে গ্রামে।
রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুড রিলিফ সেলের সঙ্গে যৌথ উদ্যোগে শিলিগুড়ি টাইমস এর সহযোগীতায় মাটিগাড়ার ফুলবাড়ি পতন চা বাগানে শক্তি আহারের মাধ্যমে ২৫০ জন শিশুকে দেওয়া হয় পুষ্টিকর খাবার ও দুধ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও শিশুদের হাতে পুষ্টিকর খাবার দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রাজেন ছেত্রী, ভক্তিনগর ট্রাফিক গার্ড আইসি সুবীর দত্ত।
লকডাউন উঠলেও খাবারের সমস্যা রয়েছে চা-বাগানে। পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা থাকলেও অনেক পরিবারের সামর্থ্য নেই শিশুকে প্রোটিন,ভিটামিন যুক্ত খাবার কিনে দেওয়ার৷ এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই শক্তি ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সেখানকার পঞ্চায়েত সমিতির সদস্যা তারা প্রধান ও মাটিগাড়া ওয়েলফেয়ার সোসাইটি এর কর্মকর্তা ডা. মলয় বাগচী।
সংস্থার তরফে প্রত্যন্ত এলাকায় শিশুদের পুষ্টিকর খাবার পৌঁছানোর এই উদ্যোগের প্রশংসা করেন এসিপিও। আগামীতে একইভাবে আরও বিভিন্ন জায়গায় পুষ্টিকর খাবার, দুধ ও অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।