শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ ফের শিরোনামে শিলিগুড়ির শক্তিগড়। তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে ঘটনার পর গুরুতর জখম অবস্থায় নার্সিংহোমে ভর্তি তৃণমূলের এক কর্মী। এনজেপি থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে রবিবার রাতে শক্তিগড় উজ্জ্বল সংঘ মাঠের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। হামলায় গুরুতর জখম বিপ্লব দাস নামে এক ব্যক্তি খালপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এদিকে ঘটনা প্রসঙ্গে দুই গোষ্ঠীর লোকজন একে অপরের উপর দোষ চাপাচ্ছেন।
বেশ কয়েকমাস ধরেই শক্তিগড় এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা চলছে। রবিবার রাতেও ঝামেলা হয়। এক গোষ্ঠীর লোকজনের দাবি, দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আমন্ত্রণ করে দুইজন কর্মী বাড়িতে ফিরছিলেন। সেইসময় স্থানীয় কিছু তৃণমূলের কর্মী হামলা করে। তাঁরা এর আগেও ঝামেলা করেছে, এলাকার পরিবেশ নষ্ট করছে।
যদিও আরেক পক্ষের দাবি, ৭-৮ জন মিলে এসে তাঁদের উপর হামলা করে। তাঁদেরও দুইজন জখম হয়েছেন। এদিকে ঘটনায় বিপ্লব দাসের স্ত্রী এনজেপি থানাতে অভিযোগ দায়ের করেছেন।