শিলিগুড়ি, ৮ জুলাইঃ কোন ব্যক্তির নির্দেশে নয়, শহরে লকডাউন হোক ডিস্ট্রিক টাস্ক ফোর্সের নির্দেশে। এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।
এদিন একটি সাংবাদিক বৈঠক শঙ্কর ঘোষ বলেন, শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও কম নেই শহরে। এদিকে বারবার চিকিৎসার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠে আসছে শহরে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এর পক্ষ থেকে কলকাতা থেকে অভিজ্ঞ চিকিৎসক আসার কথা জানানো হলেও আজও তা এসে পৌঁছায়নি।
অন্যদিকে, মৃত্যুর মিছিল ক্রমশই বেড়ে চলেছে।অবিলম্বে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হোক পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে করোনা চিকিৎসা করানো হোক এমনই দাবি তোলেন শঙ্কর ঘোষ।
তিনি আরও বলেন, দ্রুত প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল গুলোকে করোনা চিকিৎসার আওতায় আনা হোক এবং বয়স্কদের সোয়াব টেস্টের জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থার পাশাপাশি বোরো ভিত্তিক রেন্ডম টেস্টের ব্যবস্থা করা হোক।