শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ ‘রাজ্যে এবারে কংগ্রেস ও বামেদের জোট সরকার গড়বে’- এমনটাই বললেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার।
সোমবার শিলিগুড়িতে কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘বামেদের সঙ্গে ১৯৩টি আসনে কে কোথায় লড়াই করবে তা ঠিক হয়ে গিয়েছে, বাকি ১০১টি আসনের সামঝোতা খুব শীঘ্রই হয়ে যাবে’।তিনি আরও বলেন, ‘রাজ্যে তৃণমূলের একমাত্র বিকল্প সরকার কংগ্রেস ও বাম জোটের সরকার।বেকারত্ব ও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে সাধারন মানুষকে রেহাই দিতে পারে একমাত্র জোট সরকার’।
জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারী শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি জনসভা করতে চলেছে প্রদেশ কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটি।এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।