শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ ভারতনগরে তরুণ তীর্থ ক্লাবের সামনে টিকাগ্রহণ কেন্দ্রের বাইরে বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনায় বিধায়ক শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন।এরপর বিধায়কের নামেও পালটা অভিযোগ জমা পড়ল থানায়।২৪ নম্বর ওয়ার্ডের এক মহিলা বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।মহিলা পুলিশকে জানিয়েছেন বুধবার বিধায়ক শঙ্কর ঘোষ টিকাকেন্দ্রে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালান।মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেন।তাতে তিনি চোটও পেয়েছেন।বুধবার সেই অভিযোগ দায়ের করা হয়েছে।
এনিয়ে শঙ্কর ঘোষ জানান, আমি শুনে অবাক হলাম।সেখানে গেলে আমাকে ঘিরে ধরা হয়েছিল।ওই এলাকায় অনেক বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে।সেই ফুটেজ দেখা হোক।তাহলে আসল ঘটনা জানা যাবে।মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।সেখানে কোনও মহিলার সঙ্গে সামান্য কথাও হয়নি।