শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় কার্যালয় বিধান ভবনে উত্তরবঙ্গ যুব ও ছাত্র সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসলেন কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার।উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি সহ একাধিক ছাত্র পরিষদের নেতারাও।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, আগামী পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এবার যুবক ও তরুণদের প্রার্থী করা হবে।এছাড়াও কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।পাশাপাশি নরেন্দ্র মোদির বিকল্প একমাত্র রাহুল গান্ধী বলে দাবি করেন তিনি।