শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে ষাঁড়ের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম সজল সরকার(৪০)।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের উদাম সিং স্মরণীর বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় বন্ধুর স্কুটিতে করে যাচ্ছিলেন।সেইসময় একটি ষাঁড় তাদের স্কুটিতে ধাক্কা মারে।এরপর গাড়ি সমেত রাস্তায় পড়ে যান তারা।সজল বাবু মাথায় গুরুতর আঘাত পান।ঘটনার পর দু’জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।সেখানে প্রাথমিক চিকিৎসার পর সজল বাবুর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়।তবে সজল বাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মৃত্যু হয় সজল সরকারের।
এই ঘটনার পরই প্রশাসনের কাছে রাস্তায় ঘুরে বেড়ানো পশু নিয়ন্ত্রণে আনার আবেদন করেছেন সজল বাবুর পরিবার।