শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ শুক্রবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।নির্বাচনের দিন ঘোষনার পরই আজ সাংবাদিক বৈঠক করলেন দার্জিলিং এর জেলাশাসক শশাঙ্ক শেঠি।
জেলাশাসক শশাঙ্ক শেঠি বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের নির্বাচনে দার্জিলিং জেলায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।এবারে ৩০৬টির বেশী নতুন বুথ করা হচ্ছে।সব মিলিয়ে বুথের সংখ্যা ১ হাজার ৭১৯টি।দার্জিলিং জেলায় ফ্রন্টলাইন ওয়ার্কার সহ মোট ১৪ হাজার ভোট কর্মী রয়েছে।এর মধ্যে প্রায় ৩ হাজার ভোট কর্মীকে ইতিমধ্যেই করোনা টিকা দেওয়া হয়েছে।
এবারে দার্জিলিং জেলায় ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২২ হাজার ১৯০ জন।এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ২৬ হাজার ৪৩৫।পোলিং স্টেশনের সংখ্যা ১ হাজার ১৫টি।সার্ভিস ভোটারের সংখ্যা ৮ হাজার ৯৮২।জেলায় প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ৬ হাজার ৯৮২টি।তিনি আরও বলেন, দার্জিলিং জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে।এর ওপর বিশেষ নজরদারি থাকবে।২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিলিগুড়িতে পৌঁছবে।সংবেদনশীল এলাকাগুলিতে শীঘ্রই রুট মার্চ শুরু হবে।