শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ শিবিরের মাধ্যমে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদানের পাশাপাশি তাদের মানবিক প্রকল্পের আওতায় আনার সংকল্প গ্রহণ করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।ইতিমধ্যেই প্রথম পর্যায়ে মন্ত্রীর বিধানসভা এলাকায় ৫৬০ জন প্রতিবন্ধীকে শংসাপত্র প্রদান করা হয়েছে এবং তাদেরকে মানবিক প্রকল্পের আওতায় আনা হয়েছে।
সোমবার ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের অন্তর্গত চোতরাগছে একটি শিবিরের আয়োজন করা হয়।শিবিরে ফুলবাড়ি ১ ও ২ নম্বর অঞ্চল এবং পুরনিগমের অন্তর্গত ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে বসবাসকারী প্রায় শতাধিক প্রতিবন্ধীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং সকলকে মানবিক প্রকল্পের আওতায় আনা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব,রাজগঞ্জের বিডিও এনসি শেরপা,জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিষ প্রামাণিক,গৌতম গোস্বামী সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, এতদিন প্রতিবন্ধীদের শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নানান অসুবিধার মধ্যে পড়তে হতো।তাই এবার তাদের চিহ্নিতকরন করে সরাসরি তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে এবং তাদের রাজ্য সরকারের মানবিক প্রকল্পের আওতায় আনা হচ্ছে।তার বিধানসভা এলাকায় যাতে কেও এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।