শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ প্রাইমারি ও মাধ্যমিক স্তরের স্কুল সংক্রান্ত কাজকর্মকে আরও সহজ করে দিতে শিলিগুড়িতে এবার শিক্ষাভবন তৈরি করার প্রয়াস।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর এমনটাই জানালেন ডঃ সুপ্রকাশ রায়। বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলছেন বলে জানান।
পাশাপাশি সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করাই লক্ষ্য। এছাড়াও যেসকল প্রাথমিক স্কুলে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। সেসকল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে মিটিং করা হবে। কি করে স্কুলে শিক্ষার্থী বাড়ানো যায় সেই বিষয়ে তাদের নতুন পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পড়ুয়াদের প্রাথমিক স্কুলমুখী করতে স্কুলে ডাংগুলি, কাবাডি, হাডুডু খেলাগুলি আবারও প্রচলিত হচ্ছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তা চালু হয়ে গিয়েছে, এবার উত্তরবঙ্গের স্কুলগুলিতে আরও আকর্ষনীয় ভাবে তা চালু করা হবে।