শিল্পীদের কথা মাথায় রেখে শহরের বুকে স্টুডিও ক্যাফে

শিলিগুড়ি,২৪ ফেব্রুয়ারিঃ বাঙালি মানেই সন্ধ্যেয় চায়ের আড্ডা, সেইসাথে যদি মনের ভাব প্রকাশের জায়গা থাকে তবে বাঙালিকে আর পায় কে।বন্ধুদের সাথে চায়ের আসর জমাতে আজকাল শহর জুড়ে নিত্যদিন খুলছে নতুন কোনো কফিশপ।


মান্না দের সেই ‘কফি হাউসের আড্ডা’ টা আজও আছে।এবারে কফির কাপে চুমুকের পাশাপাশি নিজের ভেতরের শিল্পীসত্ত্বাকেও প্রকাশের জায়গা করে দিচ্ছে এক নতুন কফিশপ।যদিও এ শুধু কফিশপ নয়, স্টুডিও ক্যাফে। অনেকটা স্টুডিওর আদলেই তৈরি করা হয়েছে কফিশপটি। যেখানে চাইলেই মন খুলে গান করা যেতে পারে, কবিতা আবৃত্তি করা যেতে পারে, নিজের আঁকা ছবির প্রদর্শনীও করা যেতে পারে।সব ব্যাবস্থা রয়েছে এই স্টুডিও ক্যাফেতেই।


ক্যাফের কর্নধার ইন্দ্রনীল দত্ত ও শুভ্রনীল দত্ত নিজেরাই নিজেদের হাতে তৈরি শিল্পের মধ্যে দিয়ে সাজিয়ে তুলেছেন গোটা ক্যাফেকে।এছাড়াও এখানকার কফিও হ্যান্ডমেড।শুভ্রনীল দত্ত জানান, অনেকের মধ্যেই শিল্পসত্ত্বা রয়েছে।তবে তা প্রকাশের জন্য সঠিক জায়গা খুঁজে পান না।এই স্টুডিও ক্যাফে তাদের সেই সুযোগ করে দেবে।নস্টালজিয়া বজায় রাখতে হাকিমপাড়ায় প্রায় নিরিবিলি একটি জায়গায় ক্যাফেটি করা হয়েছে।ক্যাফের গাম্ভির্য ও বৈশিষ্ট বজায় রাখতেই এই প্রয়াস। মূলত শিল্পীদের কথা মাথায় রেখেই তৈরি এই নতুন স্টুডিও ক্যাফে শহরবাসীর মনে অনেকটাই জায়গা করে নেবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *