রাজগঞ্জ, ৩০ এপ্রিলঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘শিরুয়া বিষুয়া’ উৎসব পালন করা হল রাজগঞ্জের আমবাড়িতে।রবিবার বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।মূলত বাংলা পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতেই এই অনুষ্ঠান।
জানা গিয়েছে, অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক।শিরুয়া বিষুয়া উৎসব কেন পালন করা হয় সেবিষয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।সেই সঙ্গে মেছেনি ও তিস্তা বুড়ির গান ছাড়াও রাজবংশী সম্প্রদায়ের গান ও নাচ অনুষ্ঠিত হয়।এছাড়া এই অনুষ্ঠানে রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন খাবারের ব্যবস্থাও ছিল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ডিপিএসসি’র চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান, শিক্ষাবিদ কর্ণদেব রায়, মানিক চন্দ্র রায়, বাদল রায়,রাজেশ রায় সহ অন্যান্যরা।