কোচবিহার, ১৬ নভেম্বরঃ কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরের শিব দীঘিতে কচ্ছপের মৃত্যু আটকাতে এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার জেলা প্রশাসন তথা দেবত্র ট্রাস্টবোর্ড।
প্রসঙ্গত, মঙ্গলবার একটি কচ্ছপের মৃত্যু হয়।এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়।স্থানীয়দের অভিযোগ, গত এক মাসের মধ্যে প্রায় সাতটি কচ্ছপ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।এরপরই গতকাল প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়।বৈঠকের পরেই বুধবার সকালে প্রশাসনের একটি বিশেষ প্রতিনিধি দল বানেশ্বর শিবদীঘি পরিদর্শন করে।
কচ্ছপের মৃত্যু আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে শিব দীঘির এক দ্বিতীয় অংশ জল বের করে পৃথকীকরণ করা হবে।এরপর বিশেষজ্ঞ দল সমস্ত বিষয় খতিয়ে দেখবে।তবে জেলা প্রশাসনের এই উদ্যোগে কচ্ছপের মৃত্যু কতটা আটকানো যায় সেটাই এখন প্রশ্ন।