শিলিগুড়ি, ১৯ আগস্টঃ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালুগাড়া বনদপ্তরের অন্তর্গত শিবনগর এলাকায় বুনো হাতির তান্ডব।অতিষ্ট এলাকার বাসিন্দারা।বনদপ্তরের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে শিবনগর এলাকায় দুটি বুনো হাতি প্রবেশ করে।গোটা এলাকায় তান্ডব চালায় হাতি দুটি।দুটি বাড়ি ও দোকান ভাঙচুর করে।ঘটনার খবর পেয়ে শালুগাড়া বনবিভাগের কর্মীরা পৌঁছে হাতি দুটিকে জঙ্গলে পাঠায়।
স্থানীয়রা জানান, প্রায়শই হাতি এলাকায় ঢুকে পড়ে।গতকাল রাতেও দুটি ঘর ভাঙচুর করেছে।কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়েছে।এলাকায় নজরদারি বাড়ানোর কথা বনবিভাগকে জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।