শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ অধ্যাপককে শোকজ নোটিশ দিতে গিয়ে বারবার ফিরে আসতে হচ্ছে শিলিগুড়ি কলেজের কর্মীদের প্রসঙ্গত, অডিও কান্ডে সন্দেহযুক্ত শিলিগুড়ি কলেজের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে শোকজ করা হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ।তবে সেই শোকজ নোটিশ কোনোভাবেই পাঠানো যাচ্ছে না অমিতাভ কাঞ্জিলালের কাছে।
টাকা চেয়ে ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে এই অডিও ভাইরালের পর থেকেই ক্যামেরার সামনে আসতে নারাজ অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল।এবারে তিনি দূরত্ব বজায় রাখছেন কলেজ কর্তৃপক্ষের সাথেও।
জানা গেছে, কয়েকদিন ধরেই কলেজের কর্মীরা অমিতাভ কাঞ্জিলালের বাড়িতে গিয়ে তাকে শোকজের নোটিস দেওয়ার চেষ্টা করছেন তবে কোনোমতেই তার সাথে দেখা করা সম্ভব হচ্ছে না। প্রতিবারই বাড়িতে গিয়ে শুনতে হচ্ছে তিনি বাড়িতে নেই।
শিলিগুড়ি কলেজের তদন্ত কমিটির এক সদস্য জানান, অমিতাভ কাঞ্জিলালকে শোকজ নোটিজ ইমেল করেও পাঠানো হয়েছে। তিনি আরও জানান এই সময়ে এভাবে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি ছুটি নিতে পারেন না বা শহরের বাইরে যেতে পারেন না। সাতদিনের মধ্যে নোটিশের উত্তর না পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।