শিলিগুড়ি, ৪ জুলাইঃ শিলিগুড়ির মাটিগাড়ায় একটি শপিং মলের পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে লক্ষাধিক টাকার চুরি।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।ঘটনার পরই শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ির মাটিগাড়ার শপিং মলে পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে ল্যাপটপ, ক্যামেরা সহ দামী জিনিস চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা।এই গোটা ঘটনা ঘটলেও কেউ টের অবধি পাননি।খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে মাস্ক পড়া দুষ্কৃতিদের ছবি পায় পুলিশ।এর ভিত্তিতেই চলছে তদন্ত।
উল্লেখ্য, শপিং মলে পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হয়।এরফলে মানুষ নিশ্চিন্তে গাড়ি রাখতে পারেন।এই ঘটনার পরই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার নামে টাকা তো নেওয়া হচ্ছে।কিন্তু নিরাপত্তা কোথায়?
এই বিষয়ে শাহিদ জমাল বলেন, উত্তরপ্রদেশ থেকে শিলিগুড়িতে ঘুরতে এসেছি।গতকাল শপিং করতে মাটিগাড়ার শপিং মলে যাই।সেখানকার পার্কিংয়ে গাড়ি রাখা ছিল।এরপর ফিরে এসে দেখতে পাই গাড়ির কাঁচ ভাঙা এবং গাড়িতে থাকা বেশকিছু জিনিস চুরি হয়েছে।বিষয়টি নিয়ে সেখানকার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞেস করা হলে তারা বলেন এই বিষয়ে কিছুই জানেন না।