শিলিগুড়ি,২৫ ডিসেম্বরঃ মানুষের সমস্যার সমাধান খুঁজতে বাড়ি বাড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। শুনলেন সকলের অসুবিধার কথা।কেও বা ক্ষোভের সঙ্গে আবার কেওবা নম্র ভাবেই তাদের নানান অসুবিধার দিক গুলি জানালেন প্রশাসকের কাছে।
শুক্রবার পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে যান অশোক ভট্টাচার্য। শোনেন মানুষের নানান অসুবিধের কথা।এই ওয়ার্ডটিতে প্রায় ৯০% শতাংশ গরীব মানুষের বসবাস।তাই তাদের চাহিদাটাও একটু বেশি।বর্তমানে পানীয় জল তাদের সব থেকে বড় সমস্যা।ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে পুরনিগমের পানীয় জলের ব্যাবস্থা থাকলেও অনেকেই অর্থের অভাবে তা নিতে ব্যার্থ।তাই তাদের ভরসা রাস্তার কলের জল। বর্তমানে ওই এলাকায় বেশ কিছু জলের কল রয়েছে তবে সবটাই প্রায় অকেজো।তাই বাধ্য হয়ে কুয়োর জল খেয়েই দিন কাটাতে হচ্ছে ওয়ার্ডের গরীব মানুষদের।এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।
তিনি জানান, পানীয় জলের সমস্যার সমাধানে ২৭ নম্বর ওয়ার্ডে ডিপ টিউবওয়েলের ব্যাবস্থা করা হচ্ছে। কাজ সম্পন্ন হলেই এই এলাকায় জলের সমস্যা মিটে যাবে।