শিলিগুড়ি,২০ মেঃ কাজ শুরু হয়ে থমকে থাকার অভিযোগ। বর্ধমান রোডে ফ্লাইওভারের কাজ শুরু হলেও শেষ কবে হবে তা এখন অজানা। এ নিয়ে বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। এমনকি বর্ধমান রোডে এই উড়ালপুলের প্রয়োজনীয়তা কী? তা নিয়েও প্রশ্ন উঠেছে বহু।
বহু বছর ধরেই এই ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে। কিন্তু কিছুটা কাজ হওয়ার পর তা থমকে রয়েছে। পূর্ত দফতর ও রেলের মধ্যে কোনও সমস্যার কারণেই কাজটি আটকে রয়েছে বলে খবর। শনিবার মেয়র গৌতম দেবকে ফোন করে এই কাজ কবে শেষ হবে তা নিয়ে ফোন করেন এক বাসিন্দা। ‘মেয়রকে বলো’তে ফোন করে গঙ্গানগর এলাকার এক বাসিন্দা জিজ্ঞেস করেন কবে কাজ শেষ হবে?
এরপরই মেয়র জানান, টেকনিক্যাল কিছু কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতায় গিয়ে দফতরের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। শিলিগুড়িতে এজেন্সি ও রেলের সঙ্গেও বৈঠক হয়েছে। সেই সমস্যা মিটে গিয়েছে৷ এখন কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাবে।
অন্যদিকে বর্ধমান রোডে এই ফ্লাইওভারের প্রয়োজনীয়তা কী? তা নিয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি জানান, এক সার্ভে হয়েছিল। সেখানে জানা যায়, ভবিষ্যতে এই রাস্তায় গাড়ির সংখ্যা বাড়বে যে কারণে ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে।