চোপড়া,৩০ জুনঃ সিধু কানু-বীরসা স্মরণে হুল দিবস উৎযাপন কমিটি চোপড়া ব্লক এর তরফে বুধবার হুল দিবস পালন করা হল।কালাগজ আলোড়নী ময়দানে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
অন্যান্য বছর এই দিনে চোপড়া ব্লক এবং অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষ এই অনুষ্ঠানে ভিড় জমাতেন।সারাদিন ব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরা বীর যোদ্ধাদের সম্মান জানাতেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।বিভিন্ন ধরণের প্রতিযোগিতারও আয়োজন করা হত।তবে করোনার জেরে এবছর অল্প সংখ্যক মানুষকে নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।