জলপাইগুড়ি,২৯ ডিসেম্বরঃ এনজেপি থেকে কোচবিহার পর্যন্ত ইলেকট্রনিক ট্রেনের পরিষেবা চালু হতে চলছে।মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশনে পরিদর্শনে আসলেন আলিপুরদুয়ারের এডিআরএম এন কে জিন্দল৷সঙ্গে ছিলেন রেলের একাধিক আধিকারিকেরা।
রেল সুত্রে জানা গিয়েছে, ইলেকট্রনিক ট্রেন চলাচলের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে।ইতিমধ্যে পরীক্ষামুলকভাবে ইলেকট্রনিক ট্রেন চলাচল করেছে।এখন শুধু সময়ের অপেক্ষা।নতুন বছরে ইলেকট্রনিক লাইনে চলবে ট্রেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
এদিন আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত স্পেশাল ট্রেনে আসেন এডিআরএম এন কে জিন্দল।কোথায় কি খামতি কিংবা কি কি প্রয়োজন তা খতিয়ে দেখেন তিনি।এডিআরএম এন কে জিন্দল বলেন, ইলেকট্রনিক ট্রেনের পরিকাঠামো খতিয়ে দেখা হল।আগামী ৪ জানুয়ারি ডিআরএম আসবেন।