শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার ও নিবেদিতা রোডের কাজ নিয়ে পুরনিগমে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন সংশ্লিষ্ট বিভাগের কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন মেয়র।এরপর তিনি জানান, ১৫ই জানুয়ারি শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভারটি চালু হওয়ার কথা ছিল।কিন্তু রেলের কাজের দ্রুততা না থাকায় ফ্লাইওভারের কাজ সম্পন্ন হতে দেরি হচ্ছে।তবে পিডব্লিউডি (PWD) এর তরফে রং এর কাজ করা হচ্ছে।
শীঘ্রই কাজ শেষ করে ফ্লাইওভারের নিচের অংশটি পরিষ্কার করে পার্কিংয়ের ব্যবস্থা চালু করা হবে।অন্যদিকে নিবেদিতা রোডের কাজও দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন মেয়র।
