শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে উদ্বোধন হল মডিউলার কিচেনের। রাজ্য সরকারের তরফে ৪৩ লক্ষ টাকা খরচে এই কিচেনটি তৈরি হয়েছে। যেখানে হাসপাতালের রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হবে খাবার। প্রায় ৩৫০ জনের জন্য সকাল, দুপুর ও রাতের খাবার তৈরি হবে এই কিচেনে। এতোদিন হাসপাতালে মূল ভবনেই ছিল কিচেন। ফলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় ভুগতেন অনেকেই।
নতুন মডিউলার কিচেনটি হাসপাতালের পেছনের অংশে আলাদাভাবে তৈরি করা হয়েছে। ৪ টি ঘর রয়েছে। ১ জন কুক ও ১২ জন কর্মী খাবার সরবরাহ করবেন বলে জানিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য।