শিলিগুড়ি,১৯ সেপ্টেম্বরঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই।একাধিকবার দাবি করা হয়েছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্য জড়িত রয়েছে।এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই।কিছুদিন আগে দুর্নীতি মামলায় বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্যের আবাসন ও অফিসে তল্লাশিও চালায় সিবিআই।তাঁর বাশদ্রোণীর ফ্ল্যাটও সিবিআই সিল করে দেয়।অবশেষে সোমবার তাকে গ্রেফতার করে সিবিআই।
উল্লেখ্য,এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই।মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে।এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।