শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিলিগুড়িতে সরব হল বিজেপি।
সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয়।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা।
এই বিষয়ে আনন্দময় বর্মন বলেন, একদিকে যেখানে রাজ্যের সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে।তবে শিক্ষাপ্রতিষ্ঠান কি কারনে বন্ধ রাখা হচ্ছে তা বুঝতে পারছি না।আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি স্কুল কলেজ খোলার বিষয়ে তারা আগ্রহী।দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে পড়ুয়াদের ক্ষতি হয়েছে।সেই ক্ষতি আর যাতে না হয় সেই কারণেই শীঘ্রই স্কুল কলজে খোলার দাবি জানান তিনি।