চা বলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলাই মূল লক্ষ্য, শিক্ষারত্ন পাচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য

আলিপুরদুয়ার,২৯ আগস্টঃ  কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে।এরপর শিক্ষকতার টানে পরীক্ষায় বসে একবারেই পাশ করে যান। দীর্ঘ ২২ বছর ধরে বীরপাড়া হাই স্কুলের শিক্ষক তিনি। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদানের কারণে  এবছর শিক্ষারত্নে ভূষিত হচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য।


১৯৯৯ সালে পুলিশের চাকরি পান জয়ব্রত ভট্টাচার্য। সাব ইন্সপেক্টর পদে ছিলেন। কিন্তু ছোট থেকে চাইতেন শিক্ষকতা করতে। ২০০২ সালে তাই সরকারি পরীক্ষায় বসেন এবং পাশ করেন। সেই থেকে শুরু হয় জয়ব্রত বাবুর শিক্ষকতার জীবন। বর্তমানে তিনি বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক।লক্ষ্য চা বলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা। স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালাচ্ছেন।

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান। সবকটি এলাকা প্রত্যন্ত। সরকারি স্কুল বলতে বীরপাড়া হাই স্কুল। কোনও চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায়। এই পরিস্থিতির মোকাবেলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক।


জয়ব্রত ভট্টাচার্য জানান, মানুষ ও সমাজ গড়ব বলেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়েছিলাম। আমার পড়ুয়ারা সহায়তা করেছে দেখে সম্মান পাচ্ছি। আমার এই সম্মান সকলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişmatadorbet girişmarsbahis güncel girişbaywinmeritkingJOJOBETjojobet girişgrandpashabet