রাজগঞ্জ, ৩০ আগস্টঃ শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘শিক্ষারত্ন’ পুরস্কার পাচ্ছেন রাজগঞ্জের সাহুডাঙ্গিহাট পি কে রায় হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী। খুশির হাওয়া রাজগঞ্জ জুড়ে।
জানা গিয়েছে, সাহুডাঙ্গিহাট পি কে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।১৯৯৯ সালে এসএসসি পাশ করে সাহুডাঙ্গিহাট পি কে রায় স্কুলে জীবন বিজ্ঞানের সহ-শিক্ষক হিসেবে যোগদান করেন।
উত্তরবঙ্গকে ভালোবেসে তিনি এখানেই থেকে যান।২০১৯ সালে তিনি সাহুডাঙ্গিহাট পি কে রায় হাই স্কুলেই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর থেকেই বিদ্যালয়ের উন্নতির জন্য তার নিরলস প্রচেষ্টা তার সহকর্মী ,অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে।২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার প্রাপক হিসেবে তিনি মনোনীত হয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবেন।
শিক্ষকতা জীবনে শিক্ষক হিসেবে প্রভূত অবদান ও এবং শিক্ষার উন্নতির জন্য নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার পেতে চলেছেন শিক্ষক প্রদীপ চৌধুরী।
তিনি বলেন, আমার এই পুরস্কার প্রাপ্তি শুধুই আমার একার নয়, আমার পরিবার, বিদ্যালয়ের সকল সহ-শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে আজকের এই স্বীকৃতি।আমি তাদের সকলকেই এই পুরস্কার উৎসর্গ করতে চাই।
শিক্ষারত্ন পাওয়ার জন্য খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা থেকে ছাত্রছাত্রীরা।