শিলিগুড়িতে স্কুল থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ শিলিগুড়িতে স্কুলের মধ্যে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম সৌরভ কুমার রায়(৩২)।আশিঘর ফাঁড়ি অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা।


জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকায় ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সৌরভ কুমার।প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও স্কুলে যান।এরপর আর বাড়ি ফেরেননি তিনি।এদিকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর স্কুল কর্তৃপক্ষকেও ফোন করেন শিক্ষকের পরিবারের সদস্যরা।পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ জানায় স্কুলে কেউ নেই।

এরপর পরিবারের সদস্যরা আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করতে যান।সেখান থেকে তাদের আমবাড়ি ফাঁড়িতে যাওয়ার কথা বলা হয়।এদিকে পুলিশের তরফে শিক্ষকের মোবাইল ট্র্যাক করলে জানা যায় তার লোকেশন রয়েছে নেপাল বর্ডারের কাছে মেচি নদী ও পানিট্যাংকি সংলগ্ন এলাকায়।ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর স্কুলের তরফে ফোন করে জানানো হয় স্কুলের একটি ঘর অন্ধকার অবস্থায় রয়েছে।তৎক্ষণাৎ সেখানে গিয়ে স্থানিয়দের ভিড় দেখতে পান তারা।পরবর্তীতে স্কুলের সেই ঘর থেকেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে।স্কুলে পৌছনোর পর স্থানীয়রাও পরিবারের উপর চড়াও হয়।ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, শিক্ষকের পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *