শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি ঘটনার তদন্ত।এমনটাই অভিযোগ তুলে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর স্কুল থেকে শিক্ষক সৌরভ কুমার রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পরিবারের অভিযোগ, শিক্ষকের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষই দায়ী।যদিও পরিবারের তোলা অভিযোগ মিথ্যে বলে দাবী করে স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার পরই অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা।কিন্তু প্রায় ৫ দিন হয়ে গেলেও তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ।যেকারণে গত ৭ ডিসেম্বর ফের আমবাড়ি ফাঁড়িতে সঠিক তদন্তের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান, স্কুলে শিক্ষককে বিভিন্নভাবে হেনস্থা, তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা হত।বহুবার স্কুলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিল।কিন্তু সমস্ত কথা খুলে বলেনি।এছাড়াও মিড-ডে-মিল দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো বলে স্কুলের অন্যান্যরা শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করতো বলে অভিযোগ করেন তারা।অবিলম্বে সঠিক তদন্ত করে যারা এই ঘটনায় দোষী তাদের গ্রেফতার করা হোক।তা নাহলে উচ্চ পর্যায়ে অভিযোগ জানানো হবে।যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি আমরা লড়ে যাবো বলে জানান মৃতের পরিবারের সদস্যরা।