শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ কাজের সূত্রে গিয়েছিলেন সিকিমে। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফিরে আসা হল না। সিকিমের ১৫ মাইলের কাছে তুষারধসে মৃত্যু হল শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা সৌরভ রায় চৌধুরীর। শক্তিগড়ের ১১ নম্বর রাস্তায় বাড়ি সৌরভের। বাবা মায়ের একমাত্র সন্তান। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
সোমবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা হয় বাবা নিলেশ রায় চৌধুরী ও মা বেবি রায় চৌধুরীর। কিন্তু সেটাই যে ছেলের সঙ্গে শেষবারের মতো কথা ছিল তা কে জানতো। এরপর মঙ্গলবার রাতে বাড়িতে খবর এলো সৌরভ তুষারধসে মারা গিয়েছে। তাঁর আরও দুই সহকর্মী জখম হয়েছেন। কাজের সূত্রে সিকিমে গিয়েছিলেন সৌরভ। মঙ্গলবার ছুটি থাকায় দুই সহকর্মীর সঙ্গে ছাঙ্গুর দিকে গিয়েছিল। সেখানে ১৫ মাইলের কাছে তুষারধসে মারা যায়।
বুধবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব।পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সৌরভের দেহ আনতে পরিবারের দুই সদস্য সিকিমে রওনা দিয়েছে। বিকেলে দেহ নিয়ে আসা হবে।