শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ সিকিমে ঢুকলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে এই রাজ্যের গাড়ি চালকদের। পর্যটকদের হোটেলে পৌছাতে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে চালকদের।নানা অভিযোগে জরিমানা করা হচ্ছে তাঁদের।অথচ শিলিগুড়িতে দিব্যি চলাচল করছে সিকিমের গাড়িগুলি।
এমন অবস্থায় চালকদের পাশে দাঁড়াতে মঙ্গলবার এগিয়ে এলো হিমালয়ান হসপিট্যালিটি অ্যাণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।মঙ্গলবার সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টে গিয়ে সেখানে আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।
এদিন সংগঠনের তরফে জয়ন্ত মজুমদার জানান, এখান থেকে পর্যটকদের গাড়িতে নিয়ে সিকিমে হোটেলে পৌঁছাতে হয়।কিন্তু সিকিমে ঢোকার পর হোটেলে পৌঁছাতে গেলেই এরাজ্যের গাড়িগুলি দেখলেই জরিমানা করা হচ্ছে।বিভিন্ন কারণ দেখিয়ে জরিমানা করা হচ্ছে ট্রাফিক পুলিশের তরফে।যেকারণে এমন সমস্যা চলতে থাকলে পর্যটকদের সমস্যা বাড়বে।সেকারণে আজ স্মারকলিপি দেওয়া হয়েছে।সিকিম রাজ্য সরকারকেও বিষয়টি জানানো হচ্ছে।