সিকিম,১৮ জুনঃ প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। আটকে পড়েছেন বহু পর্যটক।উদ্ধার কাজ করছে ভারতীয় সেনাবাহিনী।শনিবার বহু পর্যটককে উদ্ধার করা হয়েছে।এখনও অবধি চলছে উদ্ধার কাজ।
জানা গিয়েছে, রবিবার সকালে উত্তর সিকিমের ছুংথাংয়ে আটকে পড়া বহু পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা।এদিন প্রায় ৩০০ পর্যটককে অস্থায়ী সেতু পার করিয়ে গ্যাংটকে পাঠানো হয়েছে।আটকে পড়া পর্যটকদের দেওয়া হয়েছে খাবার, চিকিৎসা পরিষেবা সহ যাবতীয় ব্যবস্থা।
এদিন পর্যটকদের উদ্ধারের সময় এক পর্যটক অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে যান।এরপরই শীঘ্রই তাকে স্ট্রেচারে করে নিকটবর্তী আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেই পর্যটকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।