শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ সিকিমে চুরি করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল চার দুষ্কৃতি।সেই দুষ্কৃতিদের গ্রেফতার করে সিকিম পুলিশের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম বিকাশ সিং, নিখিল কুমার, জন সুব্বা এবং নিতেশ রায়।বিকাশ সিং মণিপুর এবং বাকি তিনজন সিকিমের রানীপুলের বাসিন্দা।
জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর সিকিমের রানীপুল থানা এলাকার বাসিন্দা প্রনব ছেত্রী চুরির অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুষ্কৃতিদের চিহ্নিত করে পুলিশ।এরপর শুরু হয় তাদের খোঁজ।পুলিশ জানতে পারে দুষ্কৃতিরা শিলিগুড়িতে রয়েছে।এরপর প্রধাননগর থানা পুলিশের সাহায্য নেয় রানীপুল থানার পুলিশ।
তদন্তে নেমে গতকাল এসএনটি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে প্রধাননগর থানা পুলিশ।এরপর খবর দেওয়া হয় রানীপুল থানার পুলিশকে।রবিবার সন্ধ্যে নাগাদ সমস্ত আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ৪ জনকে রানীপুল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত নিখিল কুমারকে এর আগেও অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার করেছিল প্রধাননগর থানার পুলিশ।