সিকিম,৩০ জুনঃ কয়েকদিন ধরেই সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সিকিমের একাধিক জায়গায় ধস পড়েছে। মৃত্যুর খবরও আসছে। এরইমধ্যে বুধবার রাত থেকে তিস্তার জল বাড়তে শুরু করেছে। ফের একবার ২০২৩ এর স্মৃতি ভয় ধরাচ্ছে কালিম্পং এর একাধিক এলাকার বাসিন্দাদের।
যেভাবে তিস্তা নদীর জল বাড়ছে তাতেই চিন্তায় পড়েছেন তিস্তা পারের বাসিন্দারা। তিস্তার জল বাড়তেই প্লাবিত হয়েছে কালিম্পঙের তিস্তা বাজার এলাকা। সেখানে রাস্তার উপর দিয়ে বইছে তিস্তার জল। গত বছর তিস্তায় হড়পা বানের জেরে তিস্তা বাজার এলাকার বহু বাড়ি ভেসে যায়। ফের একবার সেই আতঙ্কে বাসিন্দারা।
অন্যদিকে উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস পড়েছে। বাড়ি ধসে যাওয়ার পাশাপাশি সিকিমের বিভিন্ন জায়গায় অনেকেই নিখোঁজ। ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। এর আগে সিকিমের ইয়াংগ্যাংয়ে ধসের ফলে তিনজনের মৃত্যু হয়েছে। সিকিমের মঙ্গনে বিশাল ধস পড়েছে। অন্যদিকে সাউথ সিকিমের মেল্লি স্টেডিয়ামে নদীর জল ঢুকে পড়েছে।