রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি রাজগঞ্জের তিস্তার চরের চাষীদের।নষ্ট হয়ে গিয়েছে শতাধিক বিঘা জমির ভুট্টা,ঝিঙ্গে,লঙ্কা,বাদাম সহ নানা সবজি।এই পরিস্থিতিতে মাথায় চিন্তার ভাঁজ গজলডোবা সংলগ্ন তিস্তা চরের টাকিমারির চাষীদের।
প্রতিবছরের মত এবারও এলাকার কৃষকরা রাজগঞ্জের তিস্তা নদীর চরে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন।গতকাল দুপুরে কিছুক্ষনের হাওয়া সহ শিলা বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে সমস্ত ফসল।
এই বিষয়ে এক চাষী জগদীশ দাস বলেন,ঋণ করে জমিতে চাষ করেছি।গতকালের শিলা বৃষ্টিতে সব শেষ করে দিয়েছে।এবার ঝিঙ্গে,শষা,বাদাম লাগিয়েছিলাম, সব ক্ষতি হয়ে গেছে।
অন্যদিকে চাষী পরীক্ষিত দাস বলেন, আমাদের এই চাষবাস করেই সংসার চলে।আমি দুই বিঘা জমিতে করলা ও চার বিঘা জমিতে ঝিঙ্গে ও বাদাম লাগিয়েছিলাম।গতকালের বৃষ্টিতে সব ফসলের ব্যাপক হারে ক্ষতি হয়েছে৷সব মিলিয়ে এই তিস্তা চরের হাজার বিঘার বেশি জমির ফসল নষ্ট হয়েছে।আমি ব্যাঙ্ক, মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে করে চাষ করেছিলাম।এখন সেই টাকা কিভাবে পরিশোধ করবো তা বুঝে উঠতে পারছি না।