শিলিগুড়ি, ১৪ আগস্টঃ করোনা সংক্রমণ রুখতে শিলিগুড়ি পুরনিগমের কয়েকটি ওয়ার্ডের বেশকিছু জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। কনটেনমেন্ট জোনের আওতায় রয়েছে পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডও।ইতিমধ্যেই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। আর এই ব্যারিকেড দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের দাবী, তাদের এলাকা বর্তমানে করোনা মুক্ত।১৩দিন আগে করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছিল, এরপর থেকে এলাকা করোনা মুক্ত।
এরপর কেন নির্দিষ্ঠ কয়েকটি ফ্ল্যাট বা বাড়িকে বৃহস্পতিবার বাঁশের বেরিক্যাড দিয়ে আটকে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা।স্বাস্থ্য দপ্তরের এমন ভূমিকায় রীতিমতো বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে সেই ব্যারিগেট খোলার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
এই বিষয়ে ২৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শরদিন্দু চক্রবর্তী জানান, গোটা বিষয়টি তাদের অজান্তে হয়েছে।কি কারণে শুধুমাত্র কয়েকটি বাড়িকে বাঁশের ব্যারিকেড দেওয়া হল তা তার অজানা। শীঘ্রই এই বিষয় নিয়ে মহাকুমাশাসকের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।