শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন বিধায়ক

শিলিগুড়ি, ১২ মে: শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা, জল ও হাইড্রেনের সমস্যায় ভুগছেন বাসিন্দারা।আজ এলাকায় গিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন বিধায়ক শঙ্কর ঘোষ।


সোমবার সকালে বিজেপির ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচির আওতায় প্রমোদনগর এলাকায় বিভিন্ন বাড়িতে যান এবং বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন শঙ্কর ঘোষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা।বর্ষার সময় চলাফেরা দুর্বিষহ হয়ে পড়ে। রাস্তায় ঠিকভাবে আলো জ্বলে না।পাশাপাশি দীর্ঘদিন ধরে জল সমস্যায় রয়েছেন তারা।এই বিষয়ে কাউন্সিলরকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।

এদিন বাসিন্দাদের অভিযোগ শুনে বিধায়ক জানান, বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যাগুলি আর থাকবে না। আমরা শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ড ও বুথে গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনছি।প্রমোদনগর এলাকায় একাধিক সমস্যা রয়েছে।জল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে, তা আমরা খতিয়ে দেখব বলে জানান তিনি।
এই বিষয়ে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাসের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *