শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট।জোরকদমে প্রচারে ব্যস্ত প্রার্থীরা।সোমবার শিলিগুড়ি আদালতে গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত।
এদিন বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সঙ্গে দেখা করেন রাজু বিস্ত।আইনজীবীদের সঙ্গে কথা বলেন।এদিন রাজু বিস্তকে কাছে পেয়ে আইনজীবীরা আদালতের বিভিন্ন সমস্যা ও নতুন ভবনের কথা তুলে ধরেন।
এই বিষয়ে রাজু বিস্ত বলেন, আগেও আইনজীবীরা নতুন ভবনের জন্য চিঠি পাঠিয়েছিল।তাদের চিঠি আমি উচ্চ পর্যায়ে পাঠিয়েছিলাম।তবে পরবর্তীতে বার অ্যাসোসিয়েশন তৎপরতা দেখায়নি।যেকারনে কাজটি হয়নি।তবে এবারে ভোটের পরই বার অ্যাসোসিয়েশনের সমস্যা আগে দেখবো বলে জানান।
অন্যদিকে এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের রায় নিয়ে রাজু বিস্ত বলেন, এসব দুর্নীতিগ্রস্থ সরকার, নেতা ও কিছু আধিকারিকরা করেছেন।হাইকোর্টের উচিত আগে এই গোটা সিস্টেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এরপরে প্যানেল বাতিল করা।