শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে দিবারাত্রী অ্যাথলেটিক মিট।শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান শিলিগুড়ি অ্যাথলেটিকস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা।
জানা গিয়েছে, চলতি বছর শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে প্রথমবার দিবারাত্রী অ্যাথলেটিক মিটের আয়োজন করা হয়েছে।উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৬৩৫জন অ্যাথলিট খেলায় অংশগ্রহণ করবেন।মোট ৫২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।যেখানে মহিলা ও পুরুষদের বিভাগ থাকবে।এছাড়াও জাতীয় স্তরের খেলোয়াড়রা অংশ নেবেন।
অ্যাথলেটিক মিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।